About HOMEWORK bd

HOMEWORKbd হচ্ছে সারাদেশের EIIN নম্বরযুক্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক একটি শিক্ষামূলক ফ্রী ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে একজন সন্মানিত শিক্ষক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত Homework প্রদানের মাধ্যমে তাদের পড়াশুনায় আরও মনযোগী এবং ভাল ফলাফলে উৎসাহী করে তুলতে পারবেন।

একজন শিক্ষক ছোট ছোট Homework শ্রেণিকক্ষেই তার শিক্ষার্থীদের মৌখিকভাবে অথবা Blackboard ও Whiteboard-এ লিখে দিতে পারেন। কিন্তু শ্রেণিকক্ষে সময়ের স্বল্পতা এবং বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে অনেক শিক্ষক ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের শিক্ষার্থীদের নিয়মিত Homework দিতে পারেন না।

বর্তমানে বহুল ব্যবহৃত ইন্টারনেটের এই যুগে একজন সন্মানিত শিক্ষক HOMEWORKbd ব্যবহার করে খুব সহজেই তার মোবাইল ফোন/ল্যাপটপ/কম্পিউটার এর মাধ্যমে ছোট-বড় যে কোন সাইজের Text অথবা গণিত, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের Image যুক্ত Homework যে কোন সময় তার Homework Box-এ রাখতে পারবেন এবং প্রয়োজনে তা Update ও Delete করতে পারবেন। একজন শিক্ষার্থী তার প্রতিষ্ঠানের শিক্ষকদের Homework Box থেকে তা নিয়মিত জেনে নিতে পারবে এবং পড়াশুনায় আরও মনযোগী হতে পারবে।

HOMEWORKbd ওয়েবসাইটটি ব্যবহারের জন্য একজন শিক্ষককে প্রথমে Registration করতে হবে। Registration করার পর শিক্ষক তার Profile-এ একটি Teacher ID নম্বর পাবেন। উক্ত Teacher ID নম্বরটি শিক্ষক তার শিক্ষার্থীদের জানিয়ে দেয়ার পরই কেবলমাত্র শিক্ষার্থীরা নিয়মিত Homework দেখতে পারবে।

এখানে শিক্ষার্থীকে কোন Registration করতে হবে না। শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে শুধুমাত্র Teacher ID নম্বর জেনে নিবে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের Teacher ID নম্বর ও Class Select করলেই Homework Box থেকে নিয়মিত Homework সংগ্রহ করে মনোযোগের সাথে লেখাপড়া করে পরীক্ষায় অনেক ভাল ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ।

scroll up